ডিএলএডে আবেদনের সময়সীমা বাড়ল

395
0
WB D.El.Ed admission

ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হল। WB D.El.Ed admission

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফে একটি নোটিস জারি করে আবেদনের সময়সীমা বাড়ানোরা কথা জানানো হয়েছে।

২০২৪-২৬ শিক্ষাবর্ষে দু বছরের ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে ১৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাথমিকে ও উচ্চ প্রাথমিকে শিক্ষকতার চাকরি করতে হলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড ডিগ্রি। WB D.El.Ed admission

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

হিন্দুস্তান পেট্রোলিয়ামে ২৪৭ শূন্যপদে নিয়োগ

বিএসএফে ১৫২৬ সাবইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ