নতুন নিয়োগের কথা মাথায় রেখে ডিএলএড ২০১৮-২০ ফলাফল ২৭ নভেম্বর

3425
0
wbjee 2022 result

২০১৮-২০২০ সেশনের ডিএলএড পার্ট ২ পরীক্ষার ফলাফল আগামী ২৭ নভেম্বর, ২০২০ তারিখে প্রকাশ করছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।

গত ২৩ নভেম্বর, টেট  ২০১৪ সফল প্রার্থীদের মধ্যে থেকে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে ডিএলএড চলতি সেশনের প্রার্থীদের দ্রুততার সঙ্গে মার্কশিট প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে।

মার্কশিট কবে থেকে হাতে পাওয়া যাবে সে ব্যাপারেও খুব শীঘ্রই জানানো হবে।

প্রার্থীরা ফলাফল দেখতে পাবেন http://wbbprimaryeducation.org/http://wbbprimaryeducation.org/ এই দুটি ওয়েবসাইটে। আগামী ২৭ নভেম্বর ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হবে।

পর্ষদের ২৩ নভেম্বরের এই বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice2311201.pdf

D.El.Ed course, D.El.Ed Result