কোচি শিপইয়ার্ড লিমিটেডের কলকাতা শিপ রিপেয়ার ইউনিটে ফায়ারম্যান এবং জুনিয়র সেফটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। WB Fireman Recruitment
যোগ্যতা: ফায়ারম্যান: মাধ্যমিক পাশ ফায়ার ফাইটিং ট্রেনিং। বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা।
জুনিয়র সেফটি অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক পাশ সঙ্গে ফায়ার/ সেফটিতে এক বছরের ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্যকর্মী
বেতন: পে স্কেল ডব্লু ৫ অনুযায়ী ২১৩০০-৬৯৮৪০ টাকা।
বয়স: ২৬ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর (জন্মতারিখ ২৭ জুন ১৯৮৩ বা তার পরে)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিভড, ডিসিপ্লিন রিলেটেড প্রশ্ন। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে পাশ করতে পারবেন।
অনলাইন পরীক্ষায় পাস করলে ফিজিক্যাল ও প্র্যাক্টিক্যাল টেস্ট দিতে পারবেন।
আবেদনের ফি: ৭০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ওয়ালেট/ ইউপিআই-এর মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
মাধ্যমিক যোগ্যতায় রিষড়া পুরসভায় নিয়োগ
আবেদনের পদ্ধতি: www.cochinshipyard.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে
অনলাইন আবেদন করা যাবে ২৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
WB Fireman Recruitment