Site icon জীবিকা দিশারী

কম্পিউটার ডিগ্রিধারীদের জন্য রাজ্যের খাদ্য দপ্তরে ৩৫ পদে নিয়োগ


রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরে (WB Food & Supply Dept.) একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 1239-FS/O/Sectt/IT-15/2011, Date : 25/08/2021। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে।

শূন্যপদ : সিনিয়র সফ্টওয়ার ডেভেলপার ৩, ডেটাবেস এডমিনিস্ট্রেটর ১, সফ্টওয়ার ডেভেলপার ২, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল ২৮, প্রোজেক্ট ম্যানেজার ১।

যোগ্যতা :

সিনিয়র সফ্টওয়ার ডেভেলপার – প্রথম শ্রেণীর এমসিএ/ প্রথম শ্রেণীর বিই /বিটেক/এমএসসি/কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সফ্টওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট সহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটাবেস এডমিনিস্ট্রেটর – প্রথম শ্রেণীর এমসিএ/ প্রথম শ্রেণীর বিই /বিটেক/এমএসসি/কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সফ্টওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট, মাইক্রোসফট টেকনোলজি/এসকিউএল/ইউনিক্স/লিনাক্স সহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সফ্টওয়ার ডেভেলপার – প্রথম শ্রেণীর এমসিএ/ প্রথম শ্রেণীর বিই /বিটেক/এমএসসি/কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সফ্টওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা লাগবে।

টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল – প্রথম শ্রেণীর এমসিএ/ প্রথম শ্রেণীর বিই /বিটেক/এমএসসি/কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সফ্টওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট, মাইক্রোসফট টেকনোলজি/এসকিউএল/ইউনিক্স/লিনাক্স সহ ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রোজেক্ট ম্যানেজার – প্রথম শ্রেণীর এমসিএ/ প্রথম শ্রেণীর বিই /বিটেক/এমএসসি/কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সফ্টওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট, মাইক্রোসফট টেকনোলজি/এসকিউএল/ইউনিক্স/লিনাক্স সহ ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ২০ জনের টিম লিড করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : প্রোজেক্ট ম্যানেজার পদের জন্য ১৮ থেকে ৪৫ এবং বাকি পদগুলির জন্য ১৮ থেকে ৪০ বয়সসীমা লাগবে।

আবেদন – প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন লিংক :  ক্লিক করুন এখানে

বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন এখানে

Exit mobile version