রাজ্যে বন সহায়ক নিয়োগে পূর্ব মেদিনীপুরে ইন্টারভিউ

schedule
2020-10-05 | 11:47h
update
2020-10-07 | 07:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গ বনবিভাগে ২০২০ সালের বনসহায়কের ২০০০ পদে নিয়োগের জন্য ইন্টারিভিউ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বা হবে, যেমন পূর্ব মেদিনীপুর জেলার ইন্টারভিউও শুরু ৫ অক্টোবর থেকে, চলবে প্রায় দুমাস ধরে। নিমতৌরির পূর্ব মেদিনীপুর ফরেস্ট ডিভিশনে এই জেলার ইন্টারভিউ চলবে ডিভিশনাল ফরেস্ট অফিসারের নবনির্মিত অফিসে। মূল প্রমাণপত্রাদি, বলপেন ও রাইটিং বোর্ড নিয়ে তালিকায় নির্দেশিত সময়ে উপস্থিত হতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বাধ্যতামূলক। এই জেলার ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইন্টারভিউয়ের সূচি ঘোষিত হয়েছে, বাকিদের সূচিও শীঘ্র জানানো হবে।

Advertisement

সব জেলার ক্ষেত্রেই কেবল মোবাইলে মেসেজ পাঠিয়ে বা ফোনে ডেকে নির্বাচিত প্রার্থীদের উপস্থিত হবার জন্য জানানো হচ্ছে, ওই মেসেজ ছাড়া কোনো কললেটারও দেওয়া হচ্ছে না যাঁরা ডাক পাবেন কেবল তাঁরাই ইন্টারভিউয়ের দিন যথাসময়ে উপস্থিত হবেন এবং ফোনে মেসেজ দেখাতে হবে বা কেবল ফোন কল পেয়ে থাকলে সেকথা বলতে হবে 

পূর্ব মেদিনীপুরে ১ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ ও ৬ অক্টোবর যাঁদের যখন ইন্টারভিউ তার তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://purbamedinipur.gov.in/Results/Bana%20Sahayak%20Interview%20Schedule_01102020.pdf   

২ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী ৭, ৮ ও ৯ অক্টোবর যাঁদের যখন ইন্টারভিউ তার তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://purbamedinipur.gov.in/Results/BanaSahayakInterview_07.10.2020.pdf

পূর্ব মেদিনীপুরের ওই দুই লিঙ্ক পাওয়া যাবে জেলার ওয়েবসাইটে (http://purbamedinipur.gov.in/recruitment-new.htm)।

২০০০ বন সহায়ক: পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরAMP

Wb forest exam, wb bon sahayak

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 13:58:03
Privacy-Data & cookie usage: