রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

721
0
WB Govt Job Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন দার্জিলিং জেলায় চুক্তির ভিত্তিতে ২৪টি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। WB Govt Job Recruitment 2024

মেমো নম্বরঃ 2642/CMOH/DARJ

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- অডিওলজিস্ট, কাউন্সেলর, সাইকিয়াট্রিক নার্স, কুক কাম কেয়ারটেকার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট,

ইনস্ট্রাক্টর ফর দ্য ইয়াং হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন, ডেন্টাল হাইজিনিস্ট, ল্যাব টেকনিশিয়ান, পাবলিক হেলথ ম্যানেজার, অ্যাটেন্ড্যান্ট,

মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, ডেন্টাল টেকনিশিয়ান, এএনএম ওএসটিসি, রিটায়ার্ড এইচএমও, আয়ুশ ডাক্তার, মাল্টি পারপাস ওয়ার্কার,

হোমিওপ্যাথি ফিজিসিয়ান, রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক।

আবেদনের ফিঃ ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ ও বি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ www.wbhealth.gov.in/onlinerecruitment লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। WB Govt Job Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

ভারতীয় রেলে স্নাতক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ