বাঁকুড়া জেলা আদালতে নিয়োগ

1328
0
WB Govt Job Recruitment 2024

বাঁকুড়া জেলা আদালতে ৯৯টি শূন্যপদে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেইলিফ, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি (পিওন/ নাইট গার্ড/ ফরাস) WB Govt Job Recruitment 2024

নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরঃ ০১/২০২৪।

শূন্যপদঃ আপার ডিভিশন ক্লার্ক ৯, লোয়ার ডিভিশন ক্লার্ক ৩৯, সিল বেইলিফ ৩, প্রসেস সার্ভার ৯, গ্রুপ ডি ৩৯।

বেতনঃ আপার ডিভিশন ক্লার্ক পদে লেভেল ৯ অনুযায়ী ২৮৯০০-৭৪৫০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বেইলিফ পদে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা।

প্রসেস সার্ভার পদে লেভেল ৫ অনুযায়ী ২১০০০-৫৪০০০ টাকা। গ্রপ ডি পদে লেভেল ১ অনুয়ায়ী ১৭০০০-৪৩৬০০ টাকা।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে নিয়োগ

যোগ্যতাঃ আপার ডিভিশন ক্লার্ক পদে স্নাতক সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে অষ্টম শ্রেণি পাশ। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট ফেলো

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়া পাবেন।

আবেদনের ফিঃ আপার ডিভিশন ক্লার্ক পদে ৫০০ টাকা, তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বেইলিফ পদে ৩০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা।

প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে ২০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা।

অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।  

মালদা মেডিক্যাল কলেজে কর্মখালি

আবেদনের পদ্ধতিঃ https://www.calcuttahighcourt.gov.in অথবা https://bankura.dcourts.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হব।

অনলাইন আবেদন করা যাবে ২৪ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। WB Govt Job Recruitment 2024

 নোটিসটি দেখতে ক্লিক করুন