মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮টি শূন্যপদে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। WB Govt Job Recruitment 2025
মেমো নম্বরঃ 75/MLDMCH.
বয়সঃ বয়স হতে হবে ৩৫ বছরের কম।
স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ
যোগ্যতাঃ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য কোনো স্টেট মেডিক্যাল কাউন্সিল থেকে এমবিবিএস।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োচগ করা হবে সেগুলি হল- পেডিয়াট্রিক্স, রেডিওলজি, জেনারেল সার্জারি, ডারমেটোলজি।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ।
ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। WB Govt Job Recruitment 2025