ঝাড়গ্রাম জেলার শিশু সহায়তা কেন্দ্রে চুক্তির ভিত্তিতে প্রোজেক্ট কোঅর্ডিনেটর, কাউন্সেলর, WB Govt Job Vacancy
চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার, কেস ওয়ার্কার নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ 19/DCPU-113/JGM
বয়সঃ ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে।
পারিশ্রমিকঃ প্রোজেক্ট কোঅর্ডিনেটর পদে প্রতি মাসে ৩৫০০০ টাকা। কাউন্সেলর এবং চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পদে ১৮৫৩৬ টাকা।
কেস ওয়ার্কার পদে ১২০০০ টাকা। সবক্ষেত্রেই মূল বেতনের সঙ্গে ৩৩০ টাকার ইনস্যুরেন্স থাকবে।
ভারতীয় রেলে ৯০০০ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ
যোগ্যতাঃ প্রোজেক্ট কোঅর্ডিনেটরঃ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ চাইল্ড ডেভলপমেন্ট / হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/
সাইকোলজি/ সাইকিয়াট্রি/ ল/ পাবলিক হেলথ/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি।
কাউন্সেলরঃ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজি/ পাবলিক হেলথ/ কাউন্সেলিংয়ে স্নাতক
অথবা কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ
চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারঃ সোশ্যাল ওয়ার্ক/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনেলাজি/ কমিউনিটি সোশিওলজি/ সোশ্যাল সায়েন্সে স্নাতক।
কেস ওয়ার্কারঃ দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল। কেস ওয়ার্কার বাদে অন্যান্য পদের ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতিঃ https://jhargram.gov.in/ এবং https://wcdsw.wb.gov.in/dcrt ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। WB Govt Job Vacancy