কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

880
0
STM Kolkata Recruitment 2024

ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ন্যাশনাল হেলথ মিশনের অধীন পিয়ার সাপোর্ট পদে কর্মী নিয়োগ করা হবে। WB Govt Jobs 2024

মেমো নম্বর- STM/DT/01/046/2024.

যোগ্যতাঃ হায়ার সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।

কাজ চালানোর মতো বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে।

ডেটা ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং হেলথ রিলেটেড পোর্টালে কাজের জ্ঞান।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১০০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Director, School of Tropical Medicine, 108, Chittaranjan Avenue, Kolkata- 700073 ঠিকানায়।

এছাড়াও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের গ্রাউন্ড ফ্লোরে রাখা অ্যাপ্লিকেশন ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে।

আবেদনপত্র জমা করার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৪টে। WB Govt Jobs 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন