হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ১৬৬টি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। WB Govt Jobs 2024
রিক্রুটমেন্ট নোটিস নম্বর- DHFWS/HOW/277.
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- কমিউনিটি নার্স, টিবিএইচভি আন্ডার এনটিইপি, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার,
ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ডেটা ম্যানেজার,
ফার্মাসিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার।
যোগ্যতা, বয়স ও বেতনঃ কমিউনিটি নার্সঃ জেএনএম এবং সাইকিয়াট্রিক নার্সিং-এ এক মাসের ট্রেনিং।
ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। বেতন প্রতি মাসে ১৫০০০ টাকা।
টিবিএইচভিঃ সায়েন্স গ্র্যাজুয়েট ও কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট কোর্স এবং স্বাস্থ্যকর্মী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স ২১-৪০ বছরের মধ্যে। বেতন ১৮০০০ টাকা।
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারঃ সায়েন্স গ্র্যাজুয়েট, এমএম ওয়ার্ড ও এক্সেল জানতে হবে।
দুচাকার বাহন চালাতে জানতে হবে এবং দুচাকা বাহনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স ২১-৪০। বেতন ২৫০০০ টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ানঃ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ ১০+২। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
বয়স ১৯-৪০ বছর। বেতন ২২০০০ টাকা।
মেডিক্যাল অফিসারঃ এমবিবিএস সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর। বেতন ৬০০০০ টাকা।
ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিঃ, ড্রাইভার নিয়োগ
ব্লক পাবলিক হেলথ ম্যানেজারঃ লাইফ সায়েন্সে বিএসসি। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ডিপ্লোমা এবং মাইক্রোসফট অফিসে দক্ষতা।
বয়স ২১-৪০ বছরের মধ্যে। বেতন ৩৫০০০ টাকা।
ডেটা ম্যানেজারঃ যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট। ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। বেতন ২১০০০ টাকা।
ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে নিয়োগ
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টঃ হায়ার সেকেন্ডারি পাশ সঙ্গে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে দু বছরের ডিপ্লোমা।
বয়স ১৮-৪০ বছর। বেতন ১৮০০০ টাকা।
সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতিঃ www.healthyhowrah.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। WB Govt Jobs 2024