রাজ্যে ১১৭ ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান

2705
0
Health

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৭ জন ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট ও ডেন্টাল টেকনিশিয়ান/ ডেন্টাল মেকানিক নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

১) বিজ্ঞপ্তি নম্বর: R/Physio/03/2021. ফিজিওথেরাপিস্ট (গ্রেড থ্রি) পদে ৮ জন নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

যোগ্যতা: ডব্লুবিসিএইচএসই স্বীকৃত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজিতে উচ্চমাধ্যমিক পাশ (১০+২) বা সমতুল এবং ফিজিওথেরাপিতে দু বছরের ডিপ্লোমা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ৯ অনুযায়ী বেসিক পে ২৮৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে `০০৫১-০০-১০৪-০০২-১৬’ অ্যাকাউন্টে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।

২) বিজ্ঞপ্তি নম্বর: R/Phar/04/2021. ফার্মাসিস্ট (গ্রেড থ্রি)-র ৯০ শূন্যপদে নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: ৯০ (অসংরক্ষিত ৪৫, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ৫, ওবিসি এ ৯, ওবিসি বি ৭, পিডব্লুডি ৩)।

যোগ্যতা: ১. ডব্লুবিসিএইচএসই স্বীকৃত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ (১০+২) বা সমতুল সঙ্গে

২. ফার্মাসিতে দু বছরের ডিপ্লোমা কোর্স। ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে ক্যাটেগরি `এ’ ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ৯ অনুযায়ী বেসিক পে ২৮৯০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে `০০৫১-০০-১০৪-০০২-১৬’ অ্যাকাউন্টে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ রাত ৮টা পর্যন্ত।

৩) বিজ্ঞপ্তি নম্বর: R/Dental/05/2021. ডেন্টাল টেকনিশিয়ান/ ডেন্টাল মেকানিক (গ্রেড থ্রি)-র ১৯ শূন্যপদে নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: ১৯ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২, পিডব্লুডি ১)।

যোগ্যতা: ডব্লুবিসিএইচএসই স্বীকৃত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ (১০+২) বা সমতুল সঙ্গে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত ডেন্টাল টেকনিশিয়ান কোর্সে দু বছরের ডিপ্লোমা এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো হাসপাতাল বা ক্লিনিকে এক বছরের কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ৯ অনুযায়ী বেসিক পে ২৮৯০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে `০০৫১-০০-১০৪-০০২-১৬’ অ্যাকাউন্টে ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ মার্চ থেকে ১৫ মার্চ রাত ৮টা পর্যন্ত।

ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে https://wbhrb.in/data-upload/news_update/4a43f944eb6706fa3beadd10cbfe6529.pdf লিঙ্কে

ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে https://wbhrb.in/data-upload/news_update/0a99a237c902f7c089fd781cad584b2b.pdf লিঙ্কে

ডেন্টাল টেকনিশিয়ান/ ডেন্টাল মেকানিক নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে https://wbhrb.in/data-upload/news_update/a4a94da489532bca96cf964dfb445c86.pdf লিঙ্কে

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল