Site icon জীবিকা দিশারী

স্বাস্থ্য দপ্তরে ১০ ম্যানেজার

WB Health, Health Facility Manager

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ন্যাশনাল আরবান হেলথ মিশনে তিনটি পৃথক রিক্রুটমেন্ট নোটিসের মাধ্যমে চুক্তির ভিত্তিতে ১০ জন প্রোগ্রাম ম্যানেজার আরবান হেলথ ও ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে।

রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2021/217. প্রোগ্রাম ম্যানেজার আরবান হেলথ (ডিপিএমইউ/ সিপিএমইউ) পদে ৭ জন নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: ৭ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৪০০০০ টাকা।

যোগ্যতা: লাইফ সায়েন্সে এমএসসি (বটানি, জুলজি, হিউম্যান সাইকোলজি, ফিজিওথেরাপি, মাইক্রো বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়ো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স)।

অথবা ডেন্টালে ডিগ্রি অথবা হলপিটাল অ্যাডমিনিস্ট্রেশন/ হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকতে হবে। পিএইচডি থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৯ মার্চ পর্যন্ত।

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Rect-217.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2021/218 এবং SHFWS/2021/219. ডেটা ম্যানেজার পদে ৩ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: ১) কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি সঙ্গে ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালিসিসে দু বছরের অভিজ্ঞতা

অথবা স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি সঙ্গে ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালিসিসে ১ বছরের অভিজ্ঞতা অথবা

কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালিসিসে ৩ বছরের অভিজ্ঞতা অথবা ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালিসিসে ২ বছরের অভিজ্ঞতা।

এবং ২) মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৫০০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৯ মার্চ পর্যন্ত।

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Rect-218.pdf এবং https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Rect-219.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিগুলি দেখতে পাওয়া যাবে।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version