Site icon জীবিকা দিশারী

রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ

wbpsc assistant engineer

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের অধীন ন্যাশনাল হেলথ মিশন প্রোজেক্টে এক বছরের চুক্তির ভিত্তিতে ১১ জন (WB Health engineer recruitment )অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল),

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) ও ডেটা এন্ট্রি অপারটের নিয়োগ করা হবে।

মেমো নম্বর: HFW-27011/247/2021-NHMSEC-Dept of H&FW/3889.

পারিশ্রমিক: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পারিশ্রমিক ২৫০০০ টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫০০০ টাকা এবং বাকি পদগুলির ক্ষেত্রে ৩৫০০০ টাকা।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিই/ বিটের বা সমতুল যোগ্যতা সঙ্গে অটোক্যাডের জ্ঞান থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 আর্মিতে ৪০ ইঞ্জিনিয়ার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার: বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক অথবা বায়ো মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে এমএসসি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা এবং ২ বছরের অভিজ্ঞতা।

ডেটা এন্ট্রি অপারেটর: যে কোনো শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: ডেটা এন্ট্রি অপারেটর পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর

এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর,

সবক্ষেত্রেই ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.wbmsc.gov.in অথবা www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত (WB Health engineer recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version