রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (WB Health) মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট (Medical Technologist) পদে নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর R /MT (LAB )/১৪/২০২১। মোট ১৩২ টি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ – ১৩২ টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ৬৭ টি, এসসি ৩০ টি, এসটি ৮ টি, ওবিসি-এ ১৩ টি, ওবিসি-বি ১০ টি এবং পিডব্লিউডি ৪ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল প্যারা মেডিকেল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান বা কলেজ থেকে ২ বছরের মেডিক্যালে টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স থাকতে হবে। অথবা, বিদেশি যোগ্যতা এবং তার সাথে ১ বছরের মেডিক্যালে টেকনোলজি নিয়ে কোর্স বা মেডিকেল টেকনোলজি স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা – ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স চাওয়া হয়েছে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। আপনার জন্ম তারিখ হতে হবে ১ জনুয়ারি, ১৯৮২ থেকে ১ জানুয়ারি, ২০০১ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বেতন – পে লেবেল ৯ অনুযায়ী ২৮,৯০০ এবং এর সাথে অন্যান্য সরকারি ভাতা রয়েছে।
আবেদন – অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর, ২০২১ থেকে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফি – আবেদন ফি লাগবে ১৬০ টাকা। নেট ব্যাংকিং সিস্টেমের সাহায্যে আবেদন ফি জমা করতে হবে। এসসি/এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে রয়েছে দিতে হবে।
বিজ্ঞপ্তি লিঙ্ক – ক্লিক করুন এখানে
অনলাইন আবেদন লিঙ্ক – ক্লিক করুন এখানে