রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

1671
0
WB Govt Jobs 2024
Courtesy: Ommcom News

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল আরবান হেলথ মিশনে পশ্চিম বর্ধমানে ১২২ জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে (wb health recruitment 2022)।

মেমো নম্বর: DH&FWS/ASL/22-23/321.

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩০০০ টাকা।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ১২২ (অসংরক্ষিত ৬৬, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ৭, ওবিসি এ ১২, ওবিসি বি ৯)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊধ্বর্সীমা ৪০ বছর,

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি (এএনএম)

অথবা জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জেএনএম) পাশ করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The CMOH & Member Secretary, Office of the CMOH,

Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305 ঠিকানায় ১৯ জুলাই বিকাল ৫টার মধ্যে।

খামের উপরে লিখতে হবে Application for the post of CHA-U. অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (wb health recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন