স্বাস্থ্য দপ্তরে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

1830
0
Kharagpur Municipality Recruitment
Courtesy: UNICEF

পশ্চিমবঙ্গের হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ৩৩৩ জন মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। নম্বর: DHFWS/5191.

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং,

আইসিটিসি এলটি ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস, আর্ট কাউন্সেলর, আর্ট মেডিক্যাল অফিসার, হসপিটাল অ্যাটেনডেন্ট (এনপিএইচসিই),

স্যানিটারি অ্যাটেনডেন্ট (এনপিএইচসিই), ল্যাব টেকনিশিয়ান (এনপিসিডিসিএস), অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিসন ক্লার্ক,

গ্রুপ ডি, প্যারা মেডিক্যাল ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,

সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি, টিবিএইচভি (এনটিইপি), ব্লক এপিডেমিলজিস্ট,

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাব টেক, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘District Health & Family Welfare Samity, Hooghly’ অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়।

আবেদনের পদ্ধতি: www.hooghly.nic.in এবং www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউড,

ডিমান্ড ড্রাফট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘Chief Medical Officer of Health, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101’ ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকনায় পৌঁছতে হবে ২৬ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।

নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন