স্বাস্থ্য দপ্তরে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

813
0
wb health recruitment 2022

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে নদিয়াতে ১০৩ জন ব্লক এপিডেমিওলজিস্ট,

ব্লক পাবলিক হেলথ ম্যানজোর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট),

স্টাফ নার্স, কাউন্সেলর, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার,

ল্যাব টেকনিশিয়ান, সায়কিয়াট্রিস্ট নিয়োগ করা হবে। মেমো নম্বর: CMOH-Nad/4727.

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘The Secretary, DH&FWS, Nadia’ অনুকূলে, প্রদেয় হবে Krishnagar, Nadia (Punjab National Bank, Krishnagar Br, IFSC Code- PUNB0021520).

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে (wb health recruitment 2022)।