রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্স, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান

schedule
2023-04-29 | 08:35h
update
2023-04-29 | 08:35h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

দক্ষিণ ২৪ পরগণা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার, (wb health recruitment 2023)

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিক্যাল সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে ৭৮ জন নিয়োগ করা হবে।

মেমো নম্বর: CMOH (SPG)/ DH&FWS/4070.

শূন্যপদ: মেডিক্যাল অফিসার: ১, সিনিয়র মেডিক্যাল অফিসার: ১, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার: ১,

সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার: ১, ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৮, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ১,

মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়ের): ৪, লেডি কাউন্সেলর: ১, স্টাফ নার্স: ২০, ফার্মাসিস্ট: ৬, ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৩,

ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার: ৪, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ১৭।

Advertisement

যোগ্যতা ও বয়স: ১. মেডিক্যাল অফিসার (এনটিইপি): এমবিবিএস ডিগ্রি, কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ, কম্পিউটারের জ্ঞান। বয়স ২১-৬৭ বছরের মধ্যে।

২. সিনিয়র মেডিক্যাল অফিসার (এনটিইপি): এমবিবিএস ডিগ্রি, কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ, কম্পিউটারের জ্ঞান। বয়স ২১-৬৭ বছরের মধ্যে।

৩. সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার: পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক। দুচাকার যান চালাতে জানতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান। বয়স ২০-৪০ বছরের মধ্যে।
৪. সিনিয়র টিউবারকোলোসিসি ল্যাবরেটরি সুপারভাইজার:  পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সঙ্গে ডিএমএলটি বা বিএমএলটি। দু চাকা যান চালাতে জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান। বয়স ২১-৪০ বছরের মধ্যে।

৫. ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ ১০+২ পাশ। সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনালজিতে ডিপ্লোমা এবং কম্পিউটারের বেসিক জ্ঞান। বয়স ১৯-৪০ বছরের মধ্যে।

৬. মেডিক্যাল অফিসার (ফুল টাইম): এমবিবিএস সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।

৭. স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। বয়সের উর্ধ্বসীমা ৬৪ বছর।

৮. ফার্মাসিস্ট: ফার্মাসিতে দু বছরের ডিপ্লোমা (ডি-ফার্মা) এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে `এ’ ক্যাটেগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভু্ক্ত থাকতে হবে। বয়স ১৮-৪০ বছরের মধ্যে।

৯. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কোনো হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ২১-৪০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in অথবা www.s24pgs.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

অনলাইন আবেদন করা যাবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আরও খবর

বার্নপুর হাসপাতালে নার্সিং টিউটরAMP

হলদিয়া রিফাইনারিতে নিয়োগAMP

রাজ্যবিদ্যুতে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান নিয়োগAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 11:33:55
Privacy-Data & cookie usage: