দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্যকর্মী

1094
0
WB Health Recruitment 2023

দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিটির অধীন ৫৫টি শূন্যপদে ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, WB Health Recruitment 2023

ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, সিএইচএ (ইউ), কাউন্সিলর, স্পেশ্যালিস্ট (মেডিসিন,

পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট), ডেন্টাল টেকনিশিয়ান, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট,

সিনিয়র ট্রেটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। মেমো নম্বর: DHFWS/1078.

পুরুলিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

যোগ্যতা, বয়স ও বেতন: ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স/ এপিডেমিলজিতে এমএসসি, এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। বয়স ২১-৪০ বছর। বেতন ৩৫০০০ টাকা।

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্সে বিএসসি সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। বয়স ২১-৪০। বেতন ৩৫০০০ টাকা।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স/ বায়োলজিক্যাল সায়েন্স সহ দ্বাদশ শ্রেণি পাশ।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। বয়স ১৯-৪০ বছর। বেতন ২২০০০ টাকা।

ব্লক ডেটা ম্যানেজার: স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত ১ বছরের ডিপ্লোমা কোর্স। বয়স ২১-৪০ বছর। বেতন ২২০০০ টাকা।

মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর। বেতন ৬০০০০ টাকা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিএসসি কোর্সে ভর্তি

স্টাফ নার্স: জেনারেল নার্সিং মিডওয়াইফারি সঙ্গে বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।

বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। বেতন ২৫০০০ টাকা।

সিএইচএ(ইউ): অক্সিলিয়ারি মার্সিং মিডওয়াইফারি পাশ এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং দক্ষিণ দিনাপুরের স্থানী বাসিন্দা হতে হবে। বয়স ২১-৪০ বছর। বেতন ১৩০০০ টাকা।

কাইন্সিলর: সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজিতে ব্যাচেলর ডিগ্রি। বয়স ২১-৪০ বছরের মধ্যে। বেতন ২০০০০ টাকা।

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি, কোনো হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স ২১-৪০ বছর। বেতন ১৮০০০ টাকা।

এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগ

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে District health & Family Welfare Samiti, Dakshin Dinajpur অনুকূলে, প্রদেয় হবে বালুরঘাটে।

আবেদনের পদ্ধতি: www.dakshindinajpurhealth.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২৭ জুন ২০২৩ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। WB Health Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন