স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

1072
0
WB Health Recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।  WB Health Recruitment 2023

সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন।

প্রাইমারি টেট পরীক্ষার দিন বদল

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।  www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

ইগনুতে স্টেনোগ্রাফার, টাইপিস্ট নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Director, Institute of Health & Family Welfare, 29, G.N. Block, Sector-V, Bidhannagar, Kolkata- 700091 ঠিকানায়।

আবেদনপত্র জমা করা যাবে ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।  WB Health Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন