মানিকতলা ব্লাড ব্যাঙ্কে কর্মী নিয়োগ

192
0
WB Health Recruitment 2024

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মানিকতলা ব্লাড ব্যাঙ্ক চুক্তির ভিত্তিতে কনট্রাকচুয়াল ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান নিয়োগ করা হবে। WB Health Recruitment 2024

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২২০০০ টাকা।

যোগ্যতাঃ ১) ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজিক্যাল সায়েন্স সহ ১০+২ পাশ।

২) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ল্যাবরেটরি টেকনোলজি/ ল্যাবরেটরি টেননিক্সে ডিপ্লোমা। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে

To the office of the Director at 2nd floor of IBTM & IH building, 205, Vivekananda Road, Maniktala, Kolkata- 700006 ঠিকানায়। WB Health Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন