Site icon জীবিকা দিশারী

মালদা মেডিক্যাল কলেজে কর্মখালি

WB Health Recruitment 2024

Courtesy: The Indian Nation


মালদা মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। WB Health Recruitment 2024

যে সমস্ত ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে সেগুলি হল- জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, জিঅ্যান্ডও, রেডিওলজি, অ্যানেসথেসিয়োলজি।

এই মুহূর্তে এক বছরের চুক্তিতে নেওয়া হবে। ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ইন্টারভিউ হবে ২৭ মে ২০২৪ তারিখ দুপুর ২টো থেকে।

ইন্টারভিউয়ের দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বেলা ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানাঃ Office of the Principal Malda Medical College, Singatala, English Bazar, Malda.

নোটিসটি দেখতে ক্লিক করুন

WB Health Recruitment 2024

 

Exit mobile version