স্বাস্থ্যদপ্তরে নার্স, অফিসার নিয়োগ

666
0

জেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে বাঁকুড়ায় ৩৬টি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ ১২৮৪। WB Health Recruitment

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল– মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার,

মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট,

সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার,

প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কাউন্সেলর, ফার্মাসিস্ট।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

বেতনঃ মেডিক্যাল অফিসার এবং জেনারেল ডিউটি মেডক্যাল অফিসার পদে ৬০০০০ টাকা।

মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে ১৮০০০ টাকা। স্টাফ নার্স ও সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে ২৫০০০ টাকা।

প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, ফার্মাসিস্ট পদে ২২০০০ টাকা।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে ৩০০০০ টাকা।

চিত্তরঞ্জন লোকোমোটিভে অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতিঃ www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অষ্টম শ্রেণি যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। WB Health Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন