পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য কর্মী নিয়োগ

275
0
WB Health Recruitment

পশ্চিম বর্ধমানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন চুক্তির ভিত্তিতে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ করা হবে। WB Health Recruitment

মেমো নম্বরঃ DH&FWS/ASL/24-25/1101.

যোগ্যতাঃ ১) বায়োলজিক্যাল সায়েন্স সহ সায়েন্স গ্র্যাজুয়েট  অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বায়ো সায়েন্স থাকতে হবে।

২) দু চাকা চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুয়ায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২২০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

বীরভূমে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারেনট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://hr.wbhealth.gov.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ২৪ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। WB Health Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন