বিকম যোগ্যতায় পুরসভায় মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার

2401
0
health recruitment

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (WB Health Recruitment) দপ্তরের অধীনে ন্যাশনাল আরবান হেলথ মিশনের জন্য মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর : SHFWS/2021/232 Dt: 10.08.2021

শূন্যপদ : ১১ টি শূন্যপদ, এর মধ্যে অসংরক্ষিত ৫, এসসি ৩, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১।

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম উত্তীর্ন হতে হবে। অনার্স ডিগ্রি থাকলে এবং সিএ/সিএমএ /সিএস করা থাকলে অগ্রাধিকার। ট্যালি ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। সরকারি বা বেসরকারি অফিসে ২ বছরের অ্যাকাউন্ট বা ফিন্যান্সের কাজের অভিজ্ঞতা লাগবে।

আরও খবর পড়ুন : স্নাতক যোগ্যতায় ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পনিতে ৩০০ অফিসার 

বয়সসীমা : ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন : অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২৬ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ২৮ আগস্টের মধ্যে অনলাইন আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন সম্পূর্ণ করার তারিখ ৩১ আগস্ট, ২০২১। অনলাইন আবেদন করার পর প্রিন্ট আউট রেখে দিতে হবে। আবেদনকারীদের কম্পিউটার টেস্ট ও ইন্টরভিউ নেওয়া হবে যথাক্রমে ১৫ ও ১০ নম্বরের। বাকি ৭৫ নম্বর শিক্ষাগত যোগ্যতার নিরিখে দেওয়া হবে।

অনলাইনে আবেদন লিঙ্ক : ক্লিক করুন এখানে

সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন : ক্লিক করুন এখানে