মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে ন্যশনাল হেলথ মিশনে নিয়োগ

534
0
WB Health, Health Facility Manager

পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মুর্শিদাবাদে ন্যাশনাল হেলথ মিশনে ৩১ জন হলপিটাল অ্যাটেন্ড্যান্ট,

স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট এবং মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। মেমো নম্বর: HFW-45025(12)/35/2023-CM-MSD/4247.

যোগ্যতা, বয়স ও পারিশ্রমিক: হসপিটাল অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক প্রতি মাসে ১০০০০ টাকা।

স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে হাসপাতালে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। পারিশ্রমির প্রতি মাসে ১০০০০ টাকা।

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে হাসপাতালে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। পারিশ্রমির প্রতি মাসে ১৮০০০ টাকা।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত। ফাইনাল সাবমিশন করা যাবে ৩ ৫ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন