পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভাগে ১০০ জন অস্থায়ী গৃহরক্ষী (হোম গার্ড) নিয়োগ করা হবে (wb home guard recruitment 2023)।
যে সমস্ত থানার অধীন নিয়োগ করা হবে সেগুলি হল- ডেবরা, খড়গপুর লোকাল, কোতোয়ালি, শালবনি, গড়বেতা, নারায়ণগড়, বেলদা, দাঁতন।
শূন্যপদ: ডেবরা: ১২, খড়গপুর লোকাল: ৩২, কোতোয়ালি: ১২, শালবনি: ১০, গড়বেতা: ১০, নারায়ণগড়: ৮, বেলদা: ৮, দাঁতন: ৮।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। বাংলা ভাষা লিখতে ও বলতে জানতে হবে। দৈনিক মজুরি ৫৬৫ টাকা।
মাধ্যমিক যোগ্যতায় কলকাতা মেট্রোতে নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার, ন্যূনতম বক্ষের পরিমাপ ৭৬ সেন্টিমিটার,
ওজন ৫১ কিলোগ্রাম। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫১ সেন্টিমিটার এবং ওজন ৪৪ কিলোগ্রাম।
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
দৈহিক সক্ষমতার পরীক্ষা: পুরুষ প্রার্থীদের ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড়তে হবে এবং মহিলা প্রার্থীদের ৫ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়তে হবে।
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাস বই এর প্রথম প্রচ্ছদের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং
দুই কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিদের কাছে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (wb home guard recruitment 2023)।