ঝাড়গ্রামে স্টেনোগ্রাফার নিয়োগ

180
0
WB Job Vacancy 2024

ঝাড়গ্রামের অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসন জজ ইংলিশ ডিপার্টমেন্টে চুক্তির ভিত্তিতে স্টেনোগ্রাফার গ্রেড টু ও থ্রি নিয়োগ করা হবে। WB Job Vacancy 2024

যোগ্যতাঃ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টুঃ যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার ট্রেনিং এবং শর্টহ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে।

প্রতি মিনিটে ১০০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে।

ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রিঃ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং এবং শর্টহ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে। প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড।

দশম শ্রেণি যোগ্যতায় আশাকর্মী নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ৬০০ টাকা। ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। ড্রাফট কাটতে হবে Staff Recruitment Committee Jhargram, Payable at State Bank of India, Jhargram

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে District Judge cum Chairman, Staff Recruitment Committee, Jhargram District Judge’s Court,

PO+ District- Jhargram, PIN 721507 ঠিকানায়। আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। WB Job Vacancy 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

  নোটিসটি দেখতে ক্লিক করুন