উচ্চমাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

395
0
WB Job Vacancy 2024

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অ্যাটেন্ড্যান্ট (শুধুমাত্র মহিলা) নিয়োগ করা হবে। WB Job Vacancy 2024

মেমো নম্বরঃ 401/DH&FWS/I-18/C.

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৫০০০ টাকা।

যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে বাংলা ভাষা জানতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্য়াকাল্টি নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফিঃ ১০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। এনইএফটির মাধ্যমে ফি দিতে হবে।

এনইএফটি কাটতে হবে DISTRICT HEALTH AND FAMILY WELFARE

SAMITY (NON-NHM) Bank A/C No- 0187132000008, IFSC- CNRB0000187 অনুকূলে।

আবেদনের পদ্ধতিঃ www.purbabardhaman.nic.in এবং www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। WB Job Vacancy 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

বিএসএফে নিয়োগ