BREAKING : উচ্চমাধ্যমিক যোগ্যতায় পুরসভায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ২১

4419
0
KMC Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WB Municipal Service Commission) মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ০১-২০২২। যে কোন ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ : মোট ২১ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অসংরক্ষিত ৪, অসংরক্ষিত পিডব্লিউডি ১, অসংরক্ষিত এমএসপি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ৬, এসসি ২, এসসি এক্স-সার্ভিসম্যান ৩, এসটি ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ১ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা সমতুল প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন বা সমতুল যোগ্যতা লাগবে। কম্পিউটার নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতনক্রম : পে ম্যাট্রিক্স, রোপা ২০১৯ অনুযায়ী পে লেভেল ৬ অনুসারে ৩৫,৪০০ সহ অন্যান্য ভাতা রয়েছে।
আবেদন : যোগ্য প্রার্থীরা অনলাইনে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে প্রয়োজনীয় নথি কপি আপলোড করতে হবে ,আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ এপ্রিল, ২০২২।

* পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস সম্বন্ধে পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি: অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০ টাকা + প্রসেসিং চার্জ ৫০ টাকা। এসসি/এসটিপিএইচ প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ৫০ টাকা। অনলাইনে আবেদন ফি গ্রহণ করা হবে।

আবেদন করার জন্য ওয়েবসাইটটি লিঙ্ক : ক্লিক করুন এখানে 

বিজ্ঞপ্তি দেখে নিন : ক্লিক করুন এখানে 

 

 

WB municipal service commission job