রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

761
0
WB Peon Job 2024

হাওড়া জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট/ WB Peon Job 2024

ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর (চাইপিস্ট) এবং অফিস পিওন পদে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

পারিশ্রমিকঃ অফিস অ্যাসিস্ট্যান্ট/ ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রতি মাসে ১৮০০০ টাকা

এবং অফিস পিওন পদে ১৩৭৫০ টাকা।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

সুপ্রিম কোর্টে অ্যাটেন্ড্যান্ট নিয়োগ

যোগ্যতাঃ অফিস অ্যাসিস্ট্যান্ট/ ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটরঃ যে কোনো শাখায় স্নাতক।

কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। চাইপিং স্পিড প্রতি মিনিটে ৪০ শব্দ। অফিস পিওনঃ ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ।

পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবেন।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

‘The District Legal Services Authority, Howrah, ADR Centre, 4/B Hrishi Bankim Chandra Road,

Post office- Howrah, PIN- 711101’ ঠিকানায়। পৌঁছতে হবে ২৩ অগস্ট ২০২৪ তারিখের মধ্যে। WB Peon Job 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন