রাজ্যপুলিশে পুরুষ সাব‌ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষায় পদপছন্দ জানানোর ফর্ম

1210
0
WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে বিজ্ঞপ্তি নং WBPRB/NOTICE – 2021/3 (SI/LSI – 20) অনুযায়ী সাব‌ইনস্পেক্টর/লেডি সাব‌ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষার পুরুষ প্রার্থীদের পদ পছন্দ ও পছন্দের পরম্পরা জানানোর জন্য একটি উইন্ডোলিঙ্ক দেওয়া হবে আগামী ১৭-৩১ মে তারিখে।
প্রার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ঢুকে নিজের দাখিল করা অনলাইন বা অফলাইন আবেদনের ফর্ম দেখতে পাবেন, সেখানেই নির্দিষ্ট জায়গায় এই পদনির্বাচন ও পছন্দপরম্পরা জানাতে হবে। প্রার্থীদের এস‌এম‌এস করেও এবিষয়ে যথাসময়ে জানানো হবে।
পদ নির্বাচনের ওই কাজ সম্পন্ন হলে অর্থাৎ দাখিল হলে পর ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগানোর জন্য আপনার ওই আবেদনপত্রের একটা প্রিন্ট-আউট নিয়ে নেবেন।
তাতে থাকবে আপনার দেওয়া নিজের নাম, অ্যাপ্লিকেশন সিরিয়াল নং, বার কোড, সিকিউরিটি কোড,  স্বাক্ষর ও আপনার পদনির্বাচন, পছন্দক্রম। যাঁরা এসব জানাবেন না তাঁদের পদবণ্টন হবে লিখিত পরীক্ষা (ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশন), শারীরিক পরীক্ষা ইত্যাদি মিটে যাবার পর ফলাফল দেখে।
নিয়োগপর্ষদের ৭ মে তারিখের এই বিজ্ঞপ্তি (2021/16 (SI/LSI – 20)) দেখা যাবে এই লিঙ্কে: