রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের প্রিলি পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড

719
0
WB Police Constable Exam

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। অনলাইন, অফলাইন যেভাবেই আবেদন করে থাকুন, ডাউনলোড করে নিতে হবে, আলাদা করে কাউকে কিছু পাঠানো হবে না। নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলেই ডাউনলোড করা যাবে। এই লিঙ্কে: http://wbprb.applythrunet.co.in/GetAdmitWT.aspx

পরীক্ষা হবে ৪ আগস্ট, সেবিষয়ে আমরা ১১ জুলাই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=11930)।