রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষা

913
0
WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগের ২০১৯-এর জন্য বিজ্ঞপ্তি নং WBPRB/NOTICE- 23 /2020 /SI(WBP) – 19 অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা (Final Combined Competitive Written Examination for recruitment to the post of Sub-Inspector of Police in West Bengal Police – 2019) অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর রবিবার বেলা ১১টা থেকে ৪-৩০ পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে রাজ্য পুলিশের ওয়েবসাইটে (www.wbpolice.gov.in), আগামী ১৩ নভেম্বর থেকে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে ঢুকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের আগে অবশ্য কোভিড-১৯ সংক্রান্ত সেলফ ডিক্ল্যারেশনের ফর্ম অনলাইনেই পূরণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রের স্থান-তারিখ-সময় এসএমএস করে জানানোরও চেষ্টা করা হবে। কোভিডের অন্যান্য শর্তের মধ্যে (শরীরের তাপমাত্রা ও ও অক্সিজেনের মাত্রা মাপা ইত্যাদি) ৩ প্লাইয়ের নতুন মাস্ক না পরা থাকলে পরীক্ষায় বসা যাবে না। রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/NoticeSI_WBPExam.pdf

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল