রাজ্য পুলিশে টেকনিক্যাল স্টাফ পদে নিয়োগ পরীক্ষার দিন

972
0
ssc mts 2022

ওয়ে্স্ট বেঙ্গল পুলিশের কোস্টাল সিকিউরিটিতে টেকনিক্যাল স্টাফ নিয়োগ পদের জন্য পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে, পরীক্ষা হবে বিধাননগর সেন্টারে। ৬ জানুয়ারি থেকে ওয়েবসাইটে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এঈ লিঙ্কে: http://wbprb.applythrunet.co.in/

বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice_TSC.pdf লিঙ্কে গিয়ে

পরীক্ষার ওএমআর শীট কীভাবে পূরণ করবেন তার নমুনা পাবেন এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/writereaddata/wbp/Specimen_Instructions_TSC.pdf

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল