রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

1054
0
NIACL Assistant Recruitment 2024
Courtesy: My Job Vacancy

ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে চুক্তির ভিত্তিতে সফটওয়্যার ডেভলপার এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। WB Police Recruitment 2024

শূন্যপদ, যোগ্যতা, পারিশ্রমিক: ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ৪। যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। প্রতি মাসে বেতন ১৬০০০ টাকা।

সফটওয়্যার ডেভেলপার: শূন্যপদ ১। ফার্স্ট ক্লাস এমসিএ অথবা আইটি বা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস এমএসসি সঙ্গে সফটওয়্যার ডিজাইন, ডেভলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট স্কিল থাকতে হবে।

বেতন প্রতি মাসে ৩৩০০০ টাকা।

আবেদনের পদ্ধতি: https://wbpolice.gov.in/WBP/SD/Onlineapplication.aspx লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২২ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। WB Police Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ

রেলে অ্যাপ্রেন্টিস