রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

788
0
WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের সাইবার ক্রাইম উইংয়ে ৫৪টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, WB Police Recruitment 2024

সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর,

সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ 01/WB-CCW/HA.

শূন্যপদঃ ডেটা এন্ট্রি অপারেটর ১১, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল ২৫, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ১,

সফটওয়্যার ডেভেলপার ৭, সিকিইরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ৮, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ২।

ভারতীয় রেলে স্নাতক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ

যোগ্যতা ও বেতনঃ ডেটা এন্ট্রি অপারেটরঃ গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট, বেতন প্রতি মাসে ১৬০০০ টাকা।

সফটওয়্যার সাপোর্ট পার্সোনেলঃ পিজিডিসিএ/ বিএসসি (কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/ ডোয়েক এ লেভেল কোর্স, বেতন ২১০০০ টাকা।

সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরঃ বিটেক/ বিই/ এমসিএ/ এমএসসি এবং ওইএম এল২ সার্টিফিকেট সিস্টেম/ সার্ভার লিন্যাক্স অথবা সিস্টেম। বেতন ২৯০০০ টাকা।

সফটওয়্যার ডেভেলপারঃ ফাস্ট্র ক্লাস এমসিএ অথবা ফাস্ট্র ক্লাস এমএসসি আইটি/ কম্পিউটার সায়েন্সে, বেতন ৩৩০০০ টাকা।

সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরঃ  ফাস্ট্র ক্লাস এমসিএ অথবা ফাস্ট্র ক্লাস এমএসসি আইটি/ কম্পিউটার সায়েন্সে, বেতন ৩৭০০০ টাকা।

সিনিয়র সফটওয়্যার ডেভেলপারঃ ফাস্ট্র ক্লাস এমসিএ অথবা ফাস্ট্র ক্লাস এমএসসি আইটি/ কম্পিউটার সায়েন্সে, বেতন ৪০০০০ টাকা।

শিলিগুড়ি মহকুমা পরিষদে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.cybercrimewing.wb.gov.in অথবা www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। WB Police Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন