রাজ্য পুলিশে ডব্লুবিএনভিএফ অগ্রগামী নিয়োগ

5542
0
wb police volunteer agragami

রাজ্য পুলিশ সিভিল ডিফেন্স ডব্লুবিএনভিএফ অগ্রগামী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 2021/6 (WBNVF – 19)। যে -কোনো ভারতীয় নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদের জন্য আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: ট্রেন্ড মেল ডব্লুবিএনভিএফ ভলেন্টিয়াররাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। মহিলা প্রার্থীরা এই পদের জন্য বিবেচিত হবেন না।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন: আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২১ থেকে আবেদন গ্রহণ শুরু হবে । চলবে ২২ মার্চ,২০২১ পর্যন্ত।  অনলাইনে ২২মার্চ পর্যন্ত এবং ব্যাংক চালানের মাধ্যমে ২৪ মার্চ, ২০২১ তারিখের মধ্যে আবেদন ( ফি পরিমাণ এখনো জানানো হয়নি) জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি লিঙ্ক: ক্লিক করুন

আবেদনের জন্য ওয়েবসাইট: ক্লিক করুন

wb police volunteer agragami