মাধ্যমিক যোগ্যতায় রাজ্য পুলিশে চাকরি

2376
0
WB Police Warder Recruitment

পশ্চিমবঙ্গ সরকারের কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ১৩০টি শূন্যপদে ওয়ার্ডার (পুরুষ ও মহিলা) নিয়োগ করা হবে। WB Police Warder Recruitment

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নম্বর: WBPRB/NOTICE-2023/26 (Warder/Female Warder-23).

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল থেকে মাধ্যমিক পাশ।

কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট থাকতে হবে।

বেতন: পে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিময় অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদ: ১৩০ (পুরুষ ১০০, মহিলা ৩০)।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮-৮৩ সেন্টিমিটার।

গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার,

বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার। গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমিটার।

সবক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাসিঃ প্রফেসর নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ,

নথিপত্র যাচাই এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, রিজনিং, কম্পিউটার লিটারেসি।

মোট ৯০ নম্বরের পরীক্ষা, পরীক্ষার সময় ১ ঘণ্টা। ইংরেজি, বাংলা এবং নেপালী ভাষায় প্রশ্নপত্র থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে।

ব্যাঙ্কে ১৪০২ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

আবেদনের ফি: ২২০ টাকা (আবেদনের ফি ২০০ টাকা+প্রসেসিং ফি ২০ টাকা), সঙ্গে জিএসটি।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। শুধুমাত্র প্রসেসিং পি বাবদ ২০ টাকা দিতে হবে।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://prb.wb.gov.in এবং http://wbcorrectionalservices.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ আগস্ট ২০২৩ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।

ব্যাঙ্কে ৩০৪৯ প্রবেশনারি অফিসার নিয়োগ

সহজ মিত্র কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে। সহজ মিত্র কেন্দ্রের লিস্ট দেখা যাবে https://wbpolice.gov.in/writereaddata/wbp/Sahaj_MitrKendras_warder23.pdf লিঙ্কে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

WB Police Warder Recruitment