উচ্চমাধ্যমিক যোগ্যতায় রাজ্য পুলিশে ওয়্যারলেস অপারেটর নিয়োগ

5750
0
West Bengal Police Wireless Operator, WB Police Recruitment

রাজ্য পুলিশ (WB Police Recruitment) ওয়্যারলেস অপারেটর (Police Wireless Operator) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 2021/8 (WOPR – 20) । যে-কোনো ভারতীয় নিচের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে  বিজ্ঞান শাখায় (ফিজিক্স ও অংক সহ) উচ্চ্যমাধ্যমিক বা সমতুল পাশ হভে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে।

 

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

 

আবেদন: আগামী ২২ ফেব্রুয়ারি , ২০২১ থেকে আবেদন গ্রহণ শুরু হবে । চলবে ২২ মার্চ,২০২১ পর্যন্ত।  অনলাইনে ২২ মার্চ পর্যন্ত এবং ব্যাংক চালানের মাধ্যমে ২৪ মার্চ, ২০২১ তারিখের মধ্যে আবেদন (ফি পরিমাণ এখনো জানানো হয়নি) জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

West Bengal Police Wireless Operator, WB Police Recruitment