রাজ্য বিদ্যুতে অফিসার পদে নিয়োগ

2767
0
daily current affairs

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ৬৬ জন মাইনস ম্যানেজার, সেফটি অফিসার (wb power corporation),

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সার্ভেয়ার, ওভারম্যান ও অফিস এগজিকিউটিভ নিয়োগ করা হবে।

শূন্যপদ: মাইনস ম্যানেজার: ১, সেফটি অফিসার: ২, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার: ৩২, ব্লাস্টিং অফিসার: ২,

ওয়েলফেয়ার অফিসার: ৩, সার্ভেয়ার: ৪, ওভারম্যান: ২১, অফিস এগজিকিউটিভ: ১।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মাইনস ম্যানেজার/ ওয়েলফেয়ার অফিসার/ সেফটি অফিসার/ ব্লাস্টিং অফিসার পদে ইন্টারভিউ হবে ২০ সেপ্টেম্বর, বাকি পদগুলির ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ।

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত https://wbpdcl.co.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে (wb power corporation)।

নোটিসটি দেখতে  ক্লিক করুন