পিএসসির মিসলেনিয়াস ২০১৮ চতুর্থ ফেজের ইন্টারভিউ তারিখ ঘোষণা

703
0
WBPSC, PSC, PSC Miscellaneous Exam, PSC Miscellaneous Result, Audit & Accounts Service

 
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষা, ২০১৮-র চতুর্থ ফেজ-এর পার্সোন্যালিটি টেস্টের তারিখ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর ২৯/২০১৭ অনুযায়ী মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (WB PSC Miscellaneous) পরীক্ষার চতুর্থ ফেজ-এর পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে আগামী ১ মার্চ, ২০২১ থেকে। চলবে ৩১ মে, ২০২১ পর্যন্ত। রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষার দিন ও শিফটের তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী, ২০২১ থেকে কল লেটার ও চয়েস শিট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।
বিজ্ঞপ্তি ও কল লেটার ডাউনলোড লিঙ্ক : https://wbpsc.gov.in
PSC, WB PSC Miscellaneous