রাজ্য তথ্য ও সম্প্রচার দপ্তরে সাব-এডিটর নিয়োগ

2106
0
WBPSC Clerkship Recruitment 2023

রাজ্য তথ্য ও সম্প্রচার দপ্তরের অধীনে বাংলা ও ইংরেজি ভাষায় সাব এডিটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর ৬/২০২১।

শূন্যপদ: মোট ৩টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে ১টি এসটি, ১টি ওবিসি-এ।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সাংবাদিক হিসাবে সাব-এডিটিং-এর ৩ বছরের অভিজ্ঞতা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি ক্ষেত্রে মাস কমিউনিকেশন প্র্যাক্টিশনার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেেজিি ও বাংলায় খসড়া তৈরির জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রুফ রাইডিংয়েের কাজ জানতে হবে। এর সঙ্গে মাস কমিশনিকেশন নিয়ে  ডিপ্লোমা এবং কোরেল ড্র, পেজমেকার সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ৩৬-এর মধ্যে।
আবেদন ফি: আবেদন ফি লাগবে ১৬০ টাকা, অনলাইন চার্জ অতিরিক্ত ৫ টাকা, অফলাইনে দিলে প্রসেসিং ফি অতিরিক্ত ২০ টাকা লাগবে।

আবেদন: আগামী ১০ মে, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১মে, ২০২১। একটি পদের জন্য একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন।

আবেদন লিঙ্ক: ক্লিক করুন

Sub editor, psc recruitement