পিএসসির একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ তারিখ ঘোষণা

1864
0
WBPSC, PSC Results, PSC Exam

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা করা হল।

বিজ্ঞপ্তি নম্বর ৩১/২০১৯ অনুযায়ী রাজ্য সংশোধনাগার অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েলফেয়ার অফিসার পদের ইন্টারভিউ ২৬ মার্চ, ২০২১; বিজ্ঞপ্তি নম্বর ৩২/২০১৯ অনুযায়ী মোটর ভিকল ইনস্পেক্টর পদের ইন্টারভিউ আগামী ১৯, ২০, ২১ এবং ২৪ মার্চ, ২০২১ তারিখ; বিজ্ঞপ্তি ৩৫/২০১৯ অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যানপালন প্রযুক্তি সহায়ক পদের পরীক্ষা ২৭, ২৮ এবং ৩১ মে এবং ১ এবং ২ জুন, ২০২১ হবে বলে নির্ধারিত হয়েছে।

এছাড়াও খাদ্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বটানিস্ট, এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার এরকম একাধিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষার এক সপ্তাহ আগে কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন ।

পরীক্ষার তারিখ সহ বিজ্ঞপ্তির তারিখ : ক্লিক করুন

WBPSC, PSC Exam, PSC Result