মেরিট স্কলারশিপ

1119
0
class 11 semester system

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিমের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার (wb scholarship 2021)।

ছাত্রছাত্রীর পারিবারিক আয় বছরে আড়াই লাখ টাকা বা তার কম হলে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

https://banglaruchchashiksha.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, শেষ বোর্ড/ কাউন্সিল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মার্কশিট, পারিবারিক আয়ের শংসাপত্র, বাসস্থানের সার্টিফিকেট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আপলোড করতে হবে।

মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিমে আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ১৮০০-১০২-৮০১৪ নম্বরে ফোন করতে হবে (wb scholarship 2021)।

     নোটিসটি দেখতে ক্লিক করুন