Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক রেজাল্ট: প্রথম দেবদত্তা মাঝি

WBJEE Result 2024

Courtesy: Hindustan Times


সম্প্রতি সর্বভারতীয় সিবিএসই এবং আইসিএসই পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছিল। WBBSE Madhyamik result 2023

এ বার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সর্বভারতীয় সিবিএসই এবং আইসিএসই পরীক্ষার মতো মাধ্যমিকেও মহিলা পরীক্ষার্থীদের সাফল্যের হার বেশি।

পরীক্ষার ৭৬ দিনের মাখায় ফল প্রকাশিত হল।

২০২৪-এর পরীক্ষাসূচি

২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
৫ ফেব্রুয়ারি ইতিহাস
৬ ফেব্রুয়ারি ভূগোল
৮ ফেব্রুয়ারি অঙ্ক
৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান
১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান
১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

 

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এ বার প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাঝি। পরীক্ষায় ৭০০-র মধ্যে সে পেয়েছে ৬৯৭।

গড় হিসেবে দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ নম্বর। তার পছন্দের বিষয় অঙ্ক ও বিজ্ঞান। ভবিষ্যতে দেবদত্তা পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা করতে চায়।

যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম পাল এবং মালদহের রাফাত হাসান সরকার। তাঁরা পেয়েছন ৬৯১ নম্বর।

১৬টি জেলা থেকে প্রথম দশে রয়েছে মোট ১৮ জন। এ বারে মোট পরীক্ষার্থীর ৮৬ শতাংশ পাশ করেছেন। পাশের হারে এ বারেরও জেলগুলির জয়জয়কার।

জেলাগুলি উল্লেখযোগ্য ফল করলেও কলকাতা থেকে এ বারে কেউ মেধা তালিকায় নাম তুলতে   পারেনি।

এ বছর মালদহের সাফল্য চোখে পড়ার মতো। ১১৮ জনের মধ্যে ২১ জনই ওই জেলার।

পূর্ব বর্ধমান থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে ১৭ জন, বাঁকুড়ার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ১৩ ও পূর্বমেদিনীপুরের ১১ জন।

মাধ্যমিকে হুগলি থেকে প্রথম দশে পাঁচ জন। সপ্তম হয়েছেন শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র জিষ্ণু ঘোষ।

পাশাপাশি আরামবাগ হাই স্কুল থেকে সপ্তম হয়েছে কার্তিক গাঙ্গুলি। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৬।

অষ্টম হয়েছেন আরামবাগের কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রাজদীপ সাসমল।

তার প্রাপ্ত নম্বর ৬৮৫। নবম হয়েছেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে শুভ্র সাধুখাঁ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম হয়েছেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র অয়নদ্বীপ সেনগুপ্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৩।

এ বারে পুরুষপ্রার্থীদের তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি। উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩।

সে তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ কম। এই পাঁচ লক্ষ পরীক্ষার্থী কেন কম এ নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।

উল্লেখ্য এ বারে প্রথম মাধ্যমিকের রেজাল্টে কিউআর কোড ব্যবহৃত হয়েছে।

রেজাল্ট দেখতে ক্লিক করুন

 

WBBSE Madhyamik result 2023

 

Exit mobile version