ডব্লুবিসিএসে আবেদনের সময়সীমা বাড়ল

1507
0
wbcs exam admit card download

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা ২০২১-এর (বিজ্ঞপ্তি নং ১৮/২০২০) আবেদনের সময়সীমা বাড়ানো হল। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আর অফলাইন ফি দেওয়া যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। অফলাইন আবেদনের ফি জমা করার জন্য চালান জেনারেট করতে হবে আগামী ২০ জানুয়ারির মধ্যে। আগে আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি। পিএসসির ১৬ জানুয়ারির এই ঘোষণাটি দেখা যাবে এই লঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20210115170647_imp_anoun_wbcs_2021.pdf&param2=advertisement

আগে যাঁরা আবেদন করেননি তাঁদের সুবিধার জন্য আমাদের মূল খবরের বিস্তারিত জানার লিঙ্ক এখানে দেওয়া হল:

https://jibikadishari.co.in/wbcs/

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল