BREAKING : ডব্লুবিসিএস, ২০২০ মেইন, ২০২১ প্রিলি পরীক্ষার তারিখ বদল

2027
0
WEJEE 2024 Registration

নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ বদল করছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ডব্লুবিসিএসের (WBCS) পরীক্ষার তারিখও পরিবর্তন করা হল।

বিজ্ঞপ্তি নম্বর ২২/২০১৯ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (মেইন), ২০২০ পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭, ১৮, ১৯ ও ২১ মে, ২০২১ তারিখে।  বিজ্ঞপ্তি নম্বর ১৮/২০২০ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, ২০২১ (প্রিলি)পরীক্ষা হবে ৩০ মে, ২০২১। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড একাউন্টস সার্ভিস, ২০২০ (প্রিলি) নেওয়া হবে ১৩ জুন, ২০২১ তারিখ।

দেখে নিন বিজ্ঞপ্তি: ক্লিক করুন

 

 

 

 

 

 

WBCS, WBCS 2020, WBCS 2021, WBCS Preli