ডব্লুবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে

3049
0
wbcs 2023 notification out

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) এটসেট্রা ২০২৩ পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে, আবেদন চলবে ২১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত (wbcs 2023 notification out)।

বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০২৩। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে ২১ মার্চ দুপুর ৩টে পর্যন্ত এবং অফলাইনে আবেদনের ফি দেওয়া যাবে ২২ মার্চ ২০২৩ তারিখ ব্যাঙ্কের কাজের সময়সীমার মধ্যে।

আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ২৮ ফেব্রুয়ারি থেকে www.wbpsc.gov.in ওয়েবসাইটে জানা যাবে।

এছাড়াও আমাদের জীবিকা দিশারীর পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে (wbcs 2023 notification out)।

নোটিসটি দেখতে ক্লিক করুন